শর্টকাট ব্যবহার করে উইন্ডোজ টেন স্লিপ মোড চালু করব কিভাবে?

শর্টকাট ব্যবহার করে উইন্ডোজ টেন স্লিপ মোড চালু করব কিভাবে?


কম্পিউটার চালাতে গিয়ে কিছু সময়ের জন্য কম্পিউটার কে  বিরতি দেওয়ার জন্য কম্পিউটার শাট ডাউন না দিয়ে আমরা স্লিপ মোড ব্যবহার করে থাকি। উইন্ডোজ টেন এ  বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে  স্লিপ মোড চালু করা যায়।   আমরা শিখব কিভাবে উইন্ডোজ টেন এ শর্টকাট ব্যবহার করে স্লিপ মোড চালু করা যায়?

তবে পোষ্ট এর শেষে সবচেয়ে সহজ পদ্ধতিটি দেয়া আছে 🙂

পদ্ধতি একঃ

একটি স্লিপ শর্টকাট তৈরি করাঃ

কিভাবে শর্টকাটটি তৈরি করবেন?

১.  প্রথমে আপনার ডেস্কটপে যান।  মাউসের রাইট বাটন ক্লিক করুন।  এবং সেখান থেকে নিউ নির্বাচন করুন।  ড্রপডাউন মেনু থেকে শর্টকাট সিলেক্ট করুন।

create a new shortcut

create a new shortcut

২.  ছবিতে দেখানো জায়গায় নিচের লেখাটি কপি করে পেস্ট করুন। এরপর নেক্সট এ ক্লিক করুন।

windows shortcut wizard

windows shortcut wizard

rundll32.exe powrprof.dll,SetSuspendState 0,1,0

৩.  শর্টকাটের একটি নাম দিন এবং ফিনিশ বাটনে ক্লিক করুন।

give a shortcut name

give a shortcut name

এরপর থেকে সে শর্টকাটটিতে ডাবল ক্লিক করলে আপনার কম্পিউটারটি স্লিপ মোডে চলে যাবে

 

পদ্ধতি ২ঃ

একটি শর্টকাট হট কি তৈরি করাঃ

১.  আপনার তৈরি করা নতুন শর্টকাটটিতে মাউসের রাইট বাটন ক্লিক করুন।  এরপর প্রপার্টিজ অপশন সিলেক্ট করুন।

go to properties

go to properties

২.   এবার সর্টকাট ট্যাবে ক্লিক করুন। Shortcut key  ঘরটিতে  আপনি যে  শর্টকাটটি দিতে চান  সেটি লিখুন।  তারপর এপ্লাই এ ক্লিক করুন ও ওকে বাটনে ক্লিক করুন।

give a shortcut hot key

give a shortcut hot key

এখন থেকে আপনি শর্টকাট কী ব্যবহার করে আপনার কম্পিউটার থেকে  স্লিপ মুড  চালু করতে পারেন।


আপনার উইন্ডোজ টেন যদি আপটুডেট হয়, অর্থাৎ নেট থেকে প্রয়োজনিয় আপডেট গুলো নামিয়ে নিজেকে আপডেট করে রাখে, তাহলে আপনার পিসির এর পাওয়ার বাটন চাপলেই সেটি স্লিপ মুড এ চলে যাবে ।  তবে সেটিং থেকেও ঠিক করে নিতে পারেন এটি ।

পাওয়ার বাটন ব্যবহার করে উইন্ডোজ টেন স্লিপ মোড চালু

Control Panel থেকে Power Options এ যান অথবা ল্যাপটপ হয়ে টাক্সপ্যান এর ব্যাটারি আইকন এর উপরে রাইট ক্লিক করে Power Options এ ক্লিক করুন ।

 

 

এর পর choose what the power buttons do এ ক্লিক করুন

choose what the power buttons do

choose what the power buttons do

এর পর নিচের মতো ঠিক করে নিন

power buttons system settings

power buttons system settings

Previous Article

Mikrotik Router Basic Configuration Process

Next Article

Mikrotik Router Basic Configuration Process

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *